রক্ত আমার রক্ত তেমার – ধর্ম চেনার জাতে, রক্ত যদি জীবন বাঁচায়! কি এসে যায় তাতে?

ফারুক শেখ :নতুন গতি: পলাশী:-
“রক্ত আমার রক্ত তেমার –
ধর্ম চেনার জাতে,
রক্ত যদি জীবন বাঁচায়!
কি এসে যায় তাতে?
শত কোটি প্রণাম বর্ষিত হোক তোমার চরণে ।
আপনার রক্ত দান আর এক জনের জীবন দান ।
রক্ত দানের ইচ্ছে থাকলে শত বাঁধা পার করে রক্ত দেওয়া যায়,সেই প্রমাম দিলেন পলাশীর ইজাজুল সেখ। শিক্ষার সম্মান আরো উজ্জ্বলতার প্রকাশ পায় যখন, কোনো শিক্ষিত সমাজের কর্মী সমাজের পথে সঠিক কর্মটা প্রকাশ করে,ঠিক টা যেমন আমাদের অন্যতম হিরো ইজাজুল সেখ। 

    বহরমপুর মেডিকেল কলেজে আজ দুই দিন থেকে রেশমা বেওয়া নামে একটা অসহায় মা ভর্তি ছিল পেটের অপারেশন এর জন্য A+ খুবই রক্তের প্রয়োজনে চারিদিকে খোঁজা খুঁজি রক্ত না পাওয়ায় আমাদের ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের এডমিন টোটন সেখ ও রাকিবুল দাদা এর সাথে যোগাযোগ করেন এবং আমাদের গ্রুপে জানান। এবং টোটন সেখ ও রাকিবুল দাদা ইজাজুল দাদা কে রক্ত দেওয়ার জন্য বলে তিনি যাওয়ার জন্য প্রস্তুত হন। ট্রেন ও বাস এর সমস্যার মধ্যেও দীর্ঘ ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে ইজাজুল দাদা পলাশী থেকে ছুটে যান বহরমপুর মেডিকেল কলেজে এবং রক্ত দেয়। ইজাজুল দাদার জীবনে তিনি এই প্রথম বার রক্ত দেন ও ইজাজুল দাদা রক্ত দিয়ে নিজেকে মহান প্রমান করেন। ইজাজুল দাদা রক্ত দিয়ে মানবতার পরিচয় দিয়েছেন। রক্ত দানের মতো পৃথিবীতে এর থেকে আনন্দের আর কোনো কিছু হতেই পারেনা। এই পরিস্থিতিতে রেয়ার গ্রুপের রক্ত পেয়ে পেসেন্ট এর বাড়ির লোক খুবই খুশি হন।

    পেসেন্ট এই কষ্টের মূহুর্তে মুখে হাসি আনতে পেরে ইজাজুল দাদা ও আমাদের ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের সকলে খুব আনন্দিত।
    পেসেন্টের বাড়ি ও আমাদের ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের পক্ষ থেকে ইজাজুল দাদাকে হাজার হাজার ভালোবাসা।সকলে আসুন আমাদের সাথে এই মহান কাজে যুক্ত হওয়ার জন্য, ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপ সবার জন্য সব সময় পাশে থাকে ২৪/৭

    রক্তদান মহৎ দান।
    “বর্ণ অনেক
    ধর্ম অনেক
    রক্ত …… এক”