|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: শালবীথি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে দ্বিতীয় বর্ষ প্রাক বসন্ত উৎসবে রংমিলান্তিতে সমিল মেদিনীপুর শহরের গুণীজন,সংস্কৃতি অনুরাগী ব্যক্তিবর্গ, শিল্পী ও কলাকুশলীবৃন্দ। শহরের রবীন্দ্র নিলয় প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও রভীন্দ্র মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে শালবীথির সদস্যারা এবং অতিথি শিল্পীরা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী ও সঙ্গীতগুরু জয়ন্ত সাহা , বিশষ্ট সমাজসেবী সুব্রত সরকার , অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ড.সুজাতা গোস্বামী ,বিশিষ্ট উদ্যোগপতি ও সমাজসেবী চন্দন বসু , রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ ওঝা , সাহিত্যিক বিদ্যুৎ পাল , রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর,কাউন্সিলর রাহুল বিষই,সমাজসেবী পাপাই খান, কাউন্সিলর অর্পিতা রায় নায়েক,শালবীথি গুরুকূলের তিন গুরু পার্থ বাগচি,অন্তরা সরকার,রিয়া সেনগুপ্তসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত গুরু জয়ন্ত সাহা , স্বাগত মাইতি , আলোক বরণ মাইতি , সুমন্ত সাহা , দেবলীনা সাহা , শাওন সিংহ , রথীন দাস , দীপেশ দে সৈকত চৌধুরী এবং রবীন্দ্র নিলয় সঙ্গীত বিভাগের শিল্পীগণ।
আবৃত্তি পরিবেশন করেন রত্না দে , সুতনুকা মিত্র মাইতি , দীপান্বিতা ব্যাণার্জী ও শালবীথি গুরুকুলের শিল্পীরা। একক ও যৌথ নৃত্য পরিবেশনে অংশ নেন সমৃদ্ধি মাঝি,শবনম আহমেদ,বিউটি দাসের পরিচালনায় সোল বিটস ডান্স একাডেমী মেহুলী দেবনাথের পরিচালনায় নটরাজ ড্যান্স সার্কেল,শেষাদ্রী মিশ্রের পরিলনায় শেষাদ্রী ডান্স একাডেমী, অন্তরা সরকারের পরিচালনায় ‘নৃত্যাঙ্গনা’,রিয়া সেনগুপ্তর পরিচালনায় ‘খেয়া এক অনন্য দিশারী’, অন্বেষা সাহা সিংহের পরিচালনায় নৃত্যাঙ্গনার শিক্ষার্থীরা এবং শালবীথি গুরুকুলের শিক্ষার্থীরা। তবলায় সঙ্গত করেন তাপস দে মঞ্চসজ্জা করেন রাজীব গুহ। সাথে সমগ্ৰ অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন বাচিক শিল্পী মৈথিলী ঘোষ।এছাড়াও উপস্থিত ছিলেন রাজশ্রী মন্ডল সহ হেল্পিং হ্যান্ডে ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা, সমাজকর্মী অভ্রজ্যোতি নাগ, মণিকাঞ্চন রায় , নরসিংহ দাস ,নবনীতা মিশ্র,সঙ্গীতা সিংহ, মৌসুমী মান্না ,শাশ্বতী শাসমল , সুদীপ্তা দে, কিংশুক রায় , রাকিবুল হাসান ,সুদীপ কুমার খাঁড়া , অরিজিৎ সিং ,অর্ণব সেন , অর্ণব দে ,সুস্মিতা রায় , দেবনাথ মাইতি , ইন্দ্রজিৎ সিনহা ,রুহুল আমিন , নরত্তোম দে , হেদায়াতুর খান ,সৌভিক গুড়িয়া , শুভাশীষ ঘোষ সহ বিশিষ্ট জনেরা।
শালবীথি পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন, রীতা বেরা, দীপান্বিতা সেন খান ,সোমা আহমেদ, দেবলীনা চ্যাটার্জী , মধুছন্দা মাইতি , অপর্ণা দাস , পম্পা সার্বভৌম , শবনম আহমেদ , রীতিশা বেরা প্রমুখ।