“ঘুরে দাঁড়াতে লাগবে আরো ১২ বছর”: ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে চাঞ্চল্য রিপোর্ট আরবিআই-এর

দেবজিৎ মুখার্জি: “করোনায় ব্যাপক ধাক্কা খেয়েছে ভারতের আর্থিক বৃদ্ধি। এই ক্ষতি পূরণ হতে সময় লাগবে ১২ বছর।” এমনই দাবি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্ট।

    রিপোর্ট বলছে “২০২০-২০২১ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি ৬.৬ শতাংশ সংকুচিত হয়। ২০২১-২০২২ অর্থবর্ষে আবার করোনা কাঁটা কাটিয়ে আর্থিক বৃদ্ধি দাঁড়িয়েছিল ৮.৯ শতাংশ। মনে করা হচ্ছে, ২০২২-২০২৩ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হতে পারে ৭.২ শতাংশ। করোনার প্রথম ধাক্কা সামলে উঠে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল উৎপাদন ক্ষেত্র। কিন্তু ২০২১ সালের এপ্রিল মাসে ফের আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। যার জেরে ফের থমকে গিয়েছিল অর্থনীতির চাকা। তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রেও তাই হয়েছিল।”

    আরবিআই-এর আরো বক্তব্য “২০২০-২০২১ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির ১৯.১ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছিল। ২০২১-২০২২ সালে ক্ষতির হয়েছিল ১৭.১ লক্ষ কোটি টাকা। ২০২২-২০২৩ অর্থবর্ষ সেই ক্ষতির পরিমাণ কমে দাঁড়াল ১৬.৪ লক্ষ কোটি টাকা। করোনা পরিস্থিতিতে ভারতের যা ক্ষতি হয়েছে, তা পূরণ করতে আরও ১২ বছর সময় লাগবে।”