হঠাৎ করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দর্শন পেয়ে খুশি দোমহনির বাসিন্দারা।

নিজস্ব প্রতিবেদক:- দোমহনি বাজারের কাজ অসমাপ্ত, অভিযোগ পেয়েই ঘুরে দেখলেন অভিষেক। এরপর সেখান থেকেই জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মনকে ফোন করেন তিনি। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি থেকে সড়কপথে ধূপগুড়িতে জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন অভিষেক৷ পথে দোমহনি বাজার এলাকায় অপেক্ষারত তৃণমূল কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় থামান। এরপর স্থানীয় তৃণমূল কর্মীদের অনুরোধে দোমহনি বাজার এবং হাট ঘুরে দেখেন তিনি। এরপর দোমহনি কালীমন্দিরেও যান তিনি৷ স্থানীয় বাসিন্দারা অভিষেককে দোমহনি বাজার ও হাটের অর্ধসমাপ্ত কাজের ব্যাপারে অভিযোগ জানান। ওই সময় অভিষেক দোমহনি থেকেই জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মনকে ফোন করেন। আগামী দেড় মাসের মধ্যে দোমহনি হাটের অর্ধসমাপ্ত কাজ শেষ করার জন্য সভাপতির সঙ্গে কথা বলেন তিনি। এদিন হঠাৎ করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দর্শন পেয়ে খুশি দোমহনির বাসিন্দারা।