|
---|
দেবাশীষ পাল, মালদা: মালদার বুলবুলচন্ডীর সরকারি বি এস এন এল টাওয়ারে ভয়ানক ডাকাতি। রাতের অন্ধকারে ১ টা১৫ নাগাত আট থেকে দশ জনের ডাকাত দল রাতে অন্ধকারে কপালে বন্ধুক ঠেকিয়ে প্রায় ৪ লক্ষ টাকার ব্যাটারি সহ একটি গ্যাসের সিলিন্ডার সহ লোহার সরঞ্জাম চুরি করে। ইলেকট্রিকের সাপ্লায়ার কাজ করেন অশোক মন্ডল। তিনি জানান, রাত ১টা বেজে ১৫ মিনিট নাগাদ আমি টাওয়ারে ইলেকট্রিক সাপ্লায়ারে কোন ডিসট্রাব আছে কিনা সেটা দেখতে আমি রাতে উঠে টাওয়রের কাছে যেতে হঠাৎ আমাকে আট থেকে দশ জন মানুষ আমাকে ঘিরে ধরে।
তাদের মুখ কাপর দিয়ে বাধা ছিলো ওই ডাকাত দল বড় বড় হাসোয়া ও বন্ধুক নিয়ে আমার ওপরে চরাও হয়। আমার মাথায় বন্ধুক ঠেকিয়ে কপালে আঘাত করে হাত পা ও মুখ বেধে একটি ঘরে ঢুকিয়ে রেখে দেয়। ভোর বেলা টাওয়ারে অফিসের লোকেরা জানতে পেরে আমাকে উদ্ধার করে। সাথে সাথে হবিবপুর থানায় লিখিত ভাবে এফ আই আর করা হয়।