দেওয়াল লিখন মুছে দিচ্ছে শাসকদলের কর্মী সমর্থকরা, অভিযোগ বিজেপির

নতুন গতি, ওয়েব ডেস্ক : ভোট আসতেই দেওয়াল দখল নিয়ে তরজা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। ভোট যুদ্ধে নেমে পড়েছে সব দলই। জোরকদমে চলছে প্রচার, দেওয়াল লিখন। দেওয়াল লিখন নিয়ে রাজনৈতিক তরজা। বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির গোষ্ঠি কোন্দলের জেরে এই ঘটনা, পাল্টা কটাক্ষ তৃণমূলের।

     

    তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ আনলো বিজেপি। মালদা ৪৬ নম্বর হরিশচন্দ্রপুর বিধানসভায় বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ায় শুরু রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি তাদের দেওয়াল লিখন মুছে দিচ্ছে শাসকদলের কর্মী-সমর্থকেরা। আগেও এভাবেই বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়া হত বলে অভিযোগ। চুন দিয়ে বিজেপির প্রতীক পদ্ম ফুল মুছে দেওয়া হয়েছে। স্বভাবতই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের দাবি বিজেপির গোষ্ঠি কোন্দলের জেরে নিজেরাই করেছে এসব।

     

    বিজেপি জেলা পরিষদ ১০ এর বিজেপি যুব মোর্চার সভাপতি মনোজ দাস বলেন, “সকালবেলা আমাদের কার্যালয়ে যাওয়ার সময় দেখি আমাদের দেওয়াল লিখন ছিল। সেখানে চুন দিয়ে পদ্মফুলের ছবি মিটিয়ে দেওয়া হয়েছে। আগে যখন আমরা দেওয়াল লিখন করতাম, তৃণমূলের ছেলেরা সেগুলো মিটিয়ে দিত।”

     

    তৃণমূল কংগ্রেস হরিশ্চন্দ্রপুর ব্লক ১ মানিক দাস বলেন, “কে বা কারা করছে আমার জানা নেই। বিজেপির গ্রামের পার্টি অফিস থেকে শহর বিভিন্ন প্রদেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে। গোষ্ঠি কোন্দলে জর্জরিত। আমাদের লোকেরা নিজেদের কাজে ব্যস্ত। তারা এই নোংরামীতে অভ্যস্ত নয়। টিএমসি এই কালচারে বিশ্বাসী নয়। বিজেপি এই কালচারে বিশ্বাসী। তারা নিজেরাই নিজেদের পার্টি অফিস ভাঙচুর করছে।”

     

    এই হরিশ্চন্দ্রপুর বিধানসভায় রাজনৈতিক মহল কিছুদিন ধরে উত্তপ্ত। বিজেপির প্রার্থী ঘোষণা হতে শুরু হয় বিক্ষোভ। তবে দুই দিন ধরে বিক্ষোভের রেশ কমেছে। তৃণমূল তাই দাবি করছে এটা বিজেপির গোষ্ঠী কোন্দল। অপরদিকে বিজেপির দাবি এটা তৃণমূলেরই এই কাজ। দেয়াল লিখন নিয়ে ভোটের আগে শুরু হয়েছে তরজা।