|
---|
নিজস্ব সংবাদদাতা : রাশিয়া-ইউক্রেন সম্পর্ক ক্রমশ অবনতি হচ্ছে। যেকোনো মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে রাশিয়ার পার্লামেন্ট রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে দেশের বাইরে সেনা মোতায়েন করবার অনুমতি দিয়েছে। সুরক্ষার ক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেশের বাইরে সেনা মোতায়েন করার আর্জি জানিয়ে ছিলেন পার্লামেন্টের কাছে। রাজনৈতিক বিশ্লেষকরা অনুমান করছেন ইউক্রেনের উপর হামলা করবার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইতিমধ্যে পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলেকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তারপর থেকেই ক্রমশ উত্তাপ বাড়ছে দুই দেশের সম্পর্কের।
ইউক্রেন পরিষ্কার জানিয়েছে কারো কাছে তারা নত হবে না । পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে দুই দেশের সম্পর্কের মধ্যে।