|
---|
নিজস্ব সংবাদদাতা : চেন্নাই থেকে চীনে পাচারের সময় উদ্ধার হল সি হর্স।হাওড়া স্টেশন থেকে প্রায় ৫২ কেজি সি হর্স উদ্ধার হয়েছে। এর বাজার দর কয়েক কোটি টাকা। রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টিলিজেন্স এবং আরপিএফের সম্মলিত অভিযানে এই সামুদ্রিক মাছ উদ্ধার হয়েছে। চীনে এই মাছের বিশেষ চাহিদা রয়েছে। বিশেষ বিশেষ রোগ সারাতে তা ব্যবহার হয়। ওই সি হর্সগুলি চেন্নাই থেকে কলকাতা হয়ে চীনে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
উষ্ণ ও নাতিশীতোষ্ণ অঞ্চলের অগভীর সমুদ্রে এই প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। সি হর্সের মুখ আর গলা ঘোড়ার মতো। সেই কারণেই তার এই বিশেষ নামকরণ। একটিনোপটেরিগি পরিবারভুক্ত একটি মেরুদণ্ডী প্রাণীকে মাছ বলার কারণ এরা কানকোর মাধ্যমে শ্বাসকার্য চালায়। এদের চারটি পাখনা আছে। লম্বা লেজের পিছন দিকে একটি, পেটের ঠিক নীচে একটি, অন্য দুইটি চোয়ালের দু-পাশে। আঁকড়ে ধরার ক্ষমতাযুক্ত বাঁকানো লেজ রয়েছে।