|
---|
সেখ আব্দুল আজিম (চন্ডীতলা) : ২৪ ডিসেম্বর বাৎসরিক স্পোর্টস প্রতিযোগিতা অনুষ্ঠিত হল চন্ডীতলার ভগবতীপুর অঞ্চলের এস এম মেমরিয়াল স্কুলে। এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের প্রায় ৫০০ ছাত্রছাত্রী। উপস্থিত ছিলেন ওই স্কুলের সকল শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী। এদিনের এই প্রতিযোগিতা দেখতে উপস্থিত ছিলেন অভিভাবকরাও। সারাদিনব্যাপী বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে এদিনের এই স্পোর্টস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও শরীর চর্চার দিকে বাড়তি গুরুত্ব দেওয়ায় স্কুলটি এলাকায় বেশ সুনাম অর্জন করছে। এমন উদ্যোগে খুশি অভিভাবকরা। এস এম মেমোরিয়াল স্কুলের সেক্রেটারি জাহির আব্বাস মল্লিক বলেন আমরা আমাদের ছাত্রদেরকে সর্বদিক দিয়ে স্মার্ট গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছি পাশাপাশি, স্কুলের প্রিন্সিপাল সৌমি সাহা বলেন আমাদের ছাত্র-ছাত্রীরা খুব সুন্দরভাবে সর্বদিক থেকে উন্নতি করছে, আমাদের শিক্ষক ও শিক্ষিকারা তাদের পূর্ণ সহযোগিতা করছি। আমরা আরোও পড়াশোনার মান কিভাবে উন্নতি করা যায় সে নিয়ে ভাবনা চিন্তা করছি।