হুগলি জেলার মহানাদে কালি পুজোর উদ্বোধনে মন্ত্রী শুভেন্দু অধিকারী

 

    অতনু ঘোষের,নতুন গতি,হুগলি:আলোর উৎসবে মাতোয়ারা শহর থেকে গ্রাম। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

    পরনে খাদির পাঞ্জাবি ও পাজামা। আর মুখে বাংলা ভাষা। বঙ্গবাসীর মন ছুঁতে বাঙালি সংস্কৃতিতেই রাজ্যের মানুষকে দীপাবলীর ও ছট পূজার শুভেচ্ছা জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    হুগলির মহানাদ এথেলেটিক ক্লাবের শ্যামা পুজো এবছর ত্রিশ তম বর্ষে পদার্পণ করেছে ।প্রদ্বিপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন মন্ত্রী শুভেন্দু অধিকারী, এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রি সুমা মুখ্যার্জী, হুগলি চুঁচুড়া পৌরসভার বিদায়ী কাউন্সিলর ইন্দজিৎ দত্ত, তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ রায় ব্যানাজ্যী সহ আরো অনেকে। পুজো উদ্যোক্তারা শুভেন্দু অধিকারী কে পুষ্পস্তবক মালা, শাল ও ব্যাজ পরিয়ে সংবর্ধনা দেয়। এই অনুষ্ঠান মঞ্চ থেকে নিজ হাতে বেশকিছু দুস্থ মানুষকে নতুন বস্ত্র তুলে দেন শুভেন্দু অধিকারী,পরে কয়েক শো মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন উপস্থিত সকলে একে একে।
    এক যুবক নিজের হাতে আঁকা শুভেন্দু অধিকারীর ছবি শুভেন্দু অধিকারী হাতে উপহার দিতে এলে তিনি বলেন যে “আমি নিজের ছবি নিই না, বিবেকানন্দ ও বিদ্যাসাগরের ছবি আঁকবে পরের বছর এসে আমি নেব।”
    তিনি আরো বলেন যে গত বছর তিনি এসেছিলেন, এ বছরে তিনি এসেছেন এবং এখানে এসে তিনি খুবই খুশি।
    করোনা মহামারী অনেকটাই বদলে দিয়েছে এবারের পুজো কে, পুজো প্যান্ডেল থেকে সাজসজ্জ্যা সবেতেই একটু ভাটা পড়েছে l তবুও করোনা বিধি নিষেধ মেনে উৎসবে মেতে উঠবে বাঙালী l
    বর্তমানে যে COVID চলছে তার জন্য সাধারণ মানুষকে সরকারি নিয়ম মেনে চলার পরামর্শ দেন এবং সামাজিক দূরত্ব নয়, শারীরিক দূরত্ব মেনে চলার কথা বলেন। দীপাবলি ও ছট পুজোর শুভেচ্ছাও জানান তিনি।

    সঙ্গে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন।

    র্ট্্ট্ট্্্ট্্ট্ট্্্ট্্ট্ট্্্ট্