তসলিমাকে বাংলা ছাড়ার জন‍্য পদ্ম সম্মান বুদ্ধদেবের, কটাক্ষ তসলিমার

নতুন গতি ওয়েব: বুদ্ধদেবর পদ্ম সম্মান ছাড়া নিয়ে কটাক্ষ তসলিমা নাসরিনের। ফেসবুকে লেখিকা লেখেন, ‘এক পরিচিত লোক ফোন করে বললো, ‘বুদ্ধদেব ভট্টাচার্য পদ্ম ভূষণ পেয়েছেন তোমার বই নিষিদ্ধ করার জন্য আর তোমাকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়ার জন্য।’
আমি বললাম, ‘কী সব আজেবাজে কথা বলছো!’
লোকটি বললো, ‘উনি পুরস্কার নেবেন না জানিয়ে দিয়েছেন’।
–ও মা, কেন?
— অনেক চেষ্টা চরিত্তির করেও তোমাকে ভারত থেকে পাকাপাকি ভাবে বের করতে না পারার ব্যর্থতার জন্য।
–উফ, তোমার মাথাটা গেছে।
ফোন রেখে দিলাম।’
উল্লেখ‍্য একদা তাঁর বই ‘দ্বিখণ্ডিত’ নিষিদ্ধ হয়েছিল রাজ্যে। মৌলবাদীদের আক্রমণের ভয়ে কলকাতাও ছাড়তে হয়েছিল। এবার সেই পুরনো প্রসঙ্গই নতুন করে তুলে আনলেন তসলিমা।