|
---|
নিজস্ব প্রতিবেদক:- দাঁড়িয়ে থাকা ট্রাকে পিছন থেকে ধাক্কা বাসের। বড় পথ দুর্ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে। ঘটনায় ট্রাকচালকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ গলসির কাছে ঘটনাটি ঘটেছে।
বিহারগামী একটি যাত্রিবাহী বাস জাতীয় সড়ক ধরে বর্ধমান থেকে দুর্গাপুরের অভিমুখে যাচ্ছিল। ওই বাসটিই গলসির চৌমাথা উরালপুলের কাছে বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। ওই সময় ট্রাকের নীচে শুয়ে গাড়ি সারাচ্ছিলেন ট্রাকচালক। বাসের ধাক্কায় তিনি গুরুতর জখম হন।খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এসে ট্রাকচালককে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। পরে তাঁর মৃত্যু হয়। বাসে থাকা যাত্রীরাও আংশিক আঘাত পান। এই ঘটনার জেরে কিছু ক্ষণ জাতীয় সড়কের ওই লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের উদ্যোগে তা স্বাভাবিক হয়।