|
---|
ঐতিহ্যবাহী “জুনিয়র স্পোর্টিং ক্লাব” এর মানবিক রূপ
নতুন গতি প্রতিবেদক : লকডাউন পরিস্থিতিতে অসহায় পরিবারগুলির পাশে দাঁড়াতে আরো একবার অভিনব উদ্যোগ গ্রহণ করল দক্ষিণ ২৪ পরগণা জেলার, নরেন্দ্রপুর থানা এলাকার “জুনিয়র স্পোর্টিং ক্লাব”। সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকালে অর্থাৎ পবিত্র রমাযান মাস শুরু হওয়ার আগের দিন সংগঠনের সদস্য, সমর্থক থেকে শুরু করে স্থানিয় যারা বর্তমান পরিস্থিতিতে অসুবিধার মধ্যে আছেন সেইরকম প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে উপহার হিসাবে বিভিন্ন খাদ্য সামগ্রী সহ ইফতার সামগ্রীও বণ্টন করা হয়।
ওই দিন উপস্থিত ছিলেন স্থানীয় পৌর পিতা, জনাব নজরুল আলি মণ্ডল, কার্যকরী সভাপতি আজিজুর রহমান সরদার, আফসার সরদার সহ সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যগণ।
এই কঠিন পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন দিনমজুর অসহায় পরিবারগুলি। তাদের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে অতিক্ষুদ্র এই প্রয়াস। আগামীতে অসহায় মানুষ গুলোর পাশে থাকার জন্য আরো বিশেষ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন কার্যকরী সভাপতি আজিজুর রহমান সাহেব।
“জুনিয়র স্পোর্টিং ক্লাব” এর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান গোটা এলাকাবাসী এবং আগামীতে প্রয়োজনে তাদের পাশে থাকার বাসনা প্রকাশ করেন তাঁরা।