ভোটের আগে আবহাওয়া চিন্তায় ফেলেছে সব রাজনৈতিক দলগুলিকেই

নিজস্ব সংবাদদাতা : ভোটের আগে আবহাওয়া চিন্তায় ফেলেছে সব রাজনৈতিক দলগুলিকেই।কখনো বৃষ্টি কখনো রোদ আবার কখনো কনকনে ঠাণ্ডায় বিপদে পড়ে গেছে সব দলই।প্রচারের আর বেশী সময় নেই তাই আবহাওয়া খারাপ থাকলে কি করে প্রচার করবো আমরা।শুধু নিজেকে নিয়ে চিন্তা করছি না আমার জন্য যারা খাওয়া দাওয়া ছেড়ে দিনরাত পরিশ্রম করে চলেছেন তাদের কথাও তো আমাকে ভাবতে হবে জানালেন সিপিএমের অঘোষিত মেয়র অশোক ভট্টাচার্য।তিনি জানান এই আবহওয়াতে কাজ করা সত্যিকারের মুষ্কিল।তাই চাইছি যত তাড়াতাড়ি ভোটের দিনটা চলে আসুক।শিলিগুড়িতে প্রচণ্ড ঠান্ডায় বিপদে পড়ে গেছেন সব রাজনৈতিক দলগুলোই।কেউ নিজেকে সুস্থ রাখতে গরম গরম স্যুপ খাচ্ছেন আবার কেউ খাচ্ছেন লাল চা,করোনা আতঙ্ক গ্রাস করে নিয়েছে শিলিগুড়ির সব রাজনৈতিক দলগুলোকেই।একবার আক্রান্ত হয়ে পড়লে 14দিন তাই সাবধান হয়েই প্রচার সারছেন সবাই।এখন আমাদের 12বারো তারিখের জন্য অপেক্ষা,জানালেন রঞ্জন সরকার,আমি নিজেও সাবধানে চলছি জানালেন তিনি।আমরা আশা করছি আমরা শিলিগুড়িতে বোর্ড দখল করতে পারব জানালেন রঞ্জন সরকার।তবে আবহওয়া যে বিপদে ফেলেছে সবাইকে এটা সবাই এক বাক্যে মেনে নিয়েছেন।