রথের চাকা গড়ালো না মেদিনীপুর শহরেও

নতুন গতি ওয়েব ডেস্ক:করোনা অতিমারীর প্রভাব পড়লো মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন নির্দেশিকা ও সরকারি বিধিকে মান্যতা দিয়ে মেদিনীপুর শহরেও গড়ালো না রথের চাকা। এবার শহরের নতুন বাজারে মিনি মার্কেটে জগন্নাথ দেবের মাসী বাড়িতে বসছে না অন্যান্যবার ন’দিন ধরে চলা রথের মেলাও।

    মেদিনীপুর জগন্নাথ মন্দির সংস্কার কমিটির সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোর পাঁচটায় মন্দিরে মঙ্গলারতি হয়। সকাল সাড়ে দশটায় ভোগ নিবেদনের পর মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয়। বিকেল তিনটায় গজামুখ আরতির পর মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মন্দিরের বারান্দায় বের করা হয়। সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা সেবায়েতদের কোলে চেপে মন্দিরের কাছেই রাস্তার উল্টো দিকে অস্থায়ী মাসী বাড়িতে যান। নিয়মমতো উল্টো রথ পর্যন্ত তাঁরা ওখানে অবস্থান করবেন এবং মেদিনীপুরের রীতি অনুযায়ী বিভিন্ন দিনে বিভিন্ন “বেশ” ধারণ করবেন।