এবারে পাহাড়ে দিদির পতাকাই উড়বে এটাই দাবী করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য শান্তা ছেত্রী

নিজস্ব সংবাদদাতা : এবারে পাহাড়ে দিদির পতাকাই উড়বে।পাহাড়ের নির্বাচন নিয়ে আজ ঠিক এটাই দাবী করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য শান্তা ছেত্রী।তিনি জানালেন এতদিন পাহাড়ের মানুষকে অন্ধকারে রেখে চলা হচ্ছিল,এবারে তা হবে না।পাহাড়ের মানুষ এবারের পুরসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর কাছেই যাবেন।নির্বাচনের ফল ঠিক এটাই জানিয়ে দেবে।শিলিগুড়ির থেকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারেরা পাহাড়ে প্রচারে উপস্থিত হলে বিধায়ক শান্তা ছেত্রী তাদের অভিনন্দন জানান।শান্তা ছেত্রীর সাথে উপস্থিত ছিলেন অলোক চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ির কাউন্সিলারেরা।এদিন তারা দার্জিলিং এর বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সারাদিন দলের হয়ে প্রচার করবেন বলে জানিয়েছেন।অলোক চক্রবর্তী,শ্রাবনী দত্ত এবং অভয়া বসুরা এদিন দার্জিলিং এর ঘুম এবং ম্যালের ভোটারদের সাথে কথা বলবেন।আগামীকাল প্রচারের চুড়ান্ত দিন,তাই আজকেই প্রচারে জোর দিতে তৈরী আমরা বলে জানালেন শ্রাবনী দত্ত।শিলিগুড়ির পরে পাহাড়ে প্রচার করে যদি আমরা সফল হতে পারি তবে সবচাইতে বড় খুশি হবেন আমাদের মুখ্যমন্ত্রী।পাহাড় তার পছন্দের জায়গা এবং পাহাড়ের মানুষ তার খুব প্রিয় তাই পাহাড় জীতে আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে উপহার দিতে চাই জানালেন অভয়া বসু।পাহাড়ের ভাষা ভাল বলতে এবং বুঝতে পারেন তৃণমূল কংগ্রেসের শোভা সুববা।তিনি জানালেন আমার জন্ম পাহাড়ে আর পাহাড়ের মানুষ আমার বন্ধু,আর আমি এখানে এসেছি মুখ্যমন্ত্রীর ডাকে।এবারে পাহাড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা উঠবে,আর তারই প্রচারে আমরা পাহাড়ে।আমাদের একটাই কাজ পাহাড়ের মানুষকে বোঝানো তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা আগামীদিনে পাহাড়ের উন্নয়ন করবে।পাহাড়ের মানুষ এবারে তৃণমূল কংগ্রেসের মা মাটি মানুষের দিকেই যাবে দাবী বিনয় তামাং এর।