|
---|
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়কে এক তরুনীর আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন দুবরাজপুর আদালত মঙ্গলবার। বিবরণে প্রকাশ,বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের আইটি সেলের কর্মী তথা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যা, দুবরাজপুরের বাসিন্দা সোহিনী সূত্রধর গত ৮ জানুয়ারি নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঐদিন সন্ধ্যায় সোহিনী সূত্রধরের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিনিবেশ রায়ের বিরুদ্ধে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন মৃতার পরিবার। সেই ভিত্তিতে দুবরাজপুর থানার পুলিশ তদন্তে নেমে তাঁকে গ্রেপ্তার করে।সোমবার রাত্রে দুবরাজপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আদালতে যাওয়ার পথে অভিনিবেশ রায় জানান, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে।মঙ্গলবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, ৮ জানুয়ারি মৃতার বাবা গজানন সূত্রধর অভিনিবেশ রায়ের বিরুদ্ধে এফআইআর করেন। তাঁর বিরুদ্ধে ৩০৬ ধারা মামলা রুজু করে পুলিশ।