|
---|
খান আরশাদ, বীরভূম :নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এবারের পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে আগামী ৮ জুলাই । এরই মধ্যে শেষ হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। ইলামবাজার ব্লকের শীর্ষা গ্রাম পঞ্চায়েতে রয়েছে মোট ১২ টি আসন। কিন্তু এই নির্বাচনের জন্য এই গ্রাম পঞ্চায়েতের ১২ টি আসনের মধ্যে কোনটিতেই বিরোধীরা নমিনেশন জমা দেয়নি। ফলে নির্বাচন কমিশনের তরফে ঘোষণা হতে বাকি হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল। আর এই উপলক্ষেই তৃণমূল নেতাকর্মীরা সির্সা অঞ্চলে বিজয় মিছিল করলেন।
অপরদিকে একসময়ের বামেদের গড় বলে পরিচিত নানুরের পঞ্চায়েত সমিতি এবং বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল বলে জানা গেছে। এরই পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতাকর্মীরা বিজয় মিছিল বের করে আবির খেলায় মেতে উঠেন।