মৎস্যজীবির জালে ধরা পড়লো 2 কিলো ওজনের সমুদ্র কাকড়া,দেখতে আড়ৎ-এ শতাধিক মানুষের ভিড়

পাথরপ্রতিমা: নুরউদ্দিন:আজ দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের আঠারো গাছিয়া জেটিঘাট সংলগ্ন চর ঘেরায় উদ্ধার হল বিশালাকারের সমুদ্র কাঁকড়া,যা  দেখতে এলাকাসহ      দিগম্বরপুর শৈলবালা মৎস আড়ৎ-এ প্রচুর মানুষের ভিড় জমায়।

          উল্লেখ্য, মৎস্যজীবী নটো খাঁ সহকারি মৎস্যজীবীদের নিয়ে দুর্গা খালি এলাকায় আঠারো গাছি নদীতে চর ঘেরায় জাল পাতে, আজ সকাল 9 টার দিকে জাল তুলতেয় চক্ষু চড়কগাছ, এত বড় সমুদ্র কাঁকড়া তা দেখে হতবাক হয়ে যান মৎস্যজীবীরা।একদিকে আনন্দ,আর অন্যদিকে ভয়ে ভয়ে মৎস্যজীবীদের দেখে ততক্ষণে কাঁকড়া টি মাটির গর্তে প্রবেশ করেছে। মৎস্যজীবীরা মনে করেন আর হয়তো পাওয়া যাবে না কাঁকড়াটি, ছড়িয়ে পড়ে মনে হতাশা,,কিন্তু শেষমেশ সমস্ত মৎস্যজীবী মিলে গর্তের ভেতর থেকে কাঁকড়া বার করে দিগম্বরপুর শৈলবালা মৎস আড়ৎ এ নিয়ে আসে। তবে দাম কত হবে সে বিষয়ে এখন মন্তব্য করতে পারেনি আড়ৎদার। কাঁকড়াটিকে পাঠানো হচ্ছে বাঘাযতীনে। বিক্রির পরেই জানা যাবে কত টাকা হলো। তবে এত বড় কাঁকড়া ইতি পূর্বে এলাকার মৎস্যজীবীরা দেখেনি বলে জানিয়েছেন।

     

    পাথরপ্রতিমা থেকে নুরউদ্দিনের রিপোর্ট নতুন গতি