কবরস্থানে গুটিসুটি মেরে বসে দুটি চিতাবাঘের ছানা!

নিজস্ব সংবাদদাতা: কবরস্থানে গুটিসুটি মেরে বসেছিল দুটি চিতাবাঘের ছানা। আর তা দেখতে পেয়েই বনদপ্তরকে খবর দিলেন বাইক এম্বুলেন্স দাদা।জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ধলা বাড়ি গ্রামে রয়েছে একটি কবরস্থান। শুক্রবার দুপুরে সেখানে ঘাস কাটতে গিয়েছিল স্থানীয় এক বাসিন্দা। আচমকাই তিনি লক্ষ করেন একটি চিতাবাঘ কবরস্থানে থাকা একটি ঝোপের পাশে দুটি ছানাকে নিয়ে খেলছে।

     

    তবে তাকে দেখে চিতাবাঘটি লাফিয়ে চা বাগানের ভেতরের দিকে চলে যায়। এই দৃশ্য দেখে ঘাবড়ে গিয়ে তিনি খবর দেন বাইক এম্বুলেন্স দাদা পদ্মশ্রী করিমুল হককে। খবর পেয়ে ওই চিতা শাবকদের কাছে ছুটে আসেন করিমুল হক। এরপর তিনি ঝোপের কাছে গিয়ে ভালমত পর্যবেক্ষণ করে নিশ্চিত হন এবং দেখেন ঝোপের মধ্যে রয়েছে দুটি চিতাবাঘের ছানা।