|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: দর্শকদের আকর্ষিত করতে সম্পূর্ণ ভিন্ন স্বাদের অনুপ্রেরণামূলক ছবি নিজেদের উদ্যোগে তৈরি করছেন UPIX নামক এক নতুন প্রোডাকশন হাউস। তাদের এই নতুনত্ব কাজ খুব শীঘ্রই দেখা যাবে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে এবং কাজ সংক্রান্ত আপডেট পাওয়া যাবে তাদের ফেসবুক পেজ ‘FACEBOOK UPIX KOLKATA’ তে।
এই চ্যানেলের মুখ্য প্রতিষ্ঠাতা হলেন রুপকলা কেন্দ্র থেকে উত্তীর্ণ এক চিত্রপরিচালক সানি মন্ডল। বাড়ির চাপে তিনি স্কুল পাশ করার পর ইঞ্জিনিয়ারিং পড়লেও, মনে প্রাণে তিনি একজন শিল্পী।
এরপরই স্বপ্ন পূরণের লক্ষে তিনি কঠিন পথ অবলম্বন করে, রূপকলা কেন্দ্রে চিত্র পরিচালনা নিয়ে পড়াশোনা করেন। সমাজের মূল স্রোত থেকে বেরিয়ে কিছু নতুন করার লক্ষ নিয়ে দীর্ঘ সংঘর্ষের পর সৃষ্টি করলেন UPIX KOLKATA PRODUCTION HOUSE। তিনি ছাড়াও যুক্ত রয়েছেন বেশ কিছু বন্ধু তথা প্রতিভাবান কলাকুশলী।আগামীদিনে UPIX দর্শকদের সামনে আরো ভালো কাজ তুলে দিতে আগ্রহী।