শিলিগুড়িতে সমস্যায় পর্যটকেরা যুদ্ব শুরু হওয়ায় তেলের দাম বাড়তে পারে এই আশঙ্কায় আবার চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন শিল্প

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়িতে সমস্যায় পর্যটকেরা।শিলিগুড়িতে বেড়াতে এসে সমস্যায় পর্যটকেরা।যুদ্বের কারনে বাড়তে পারে তেলের দাম এই আশঙ্কায় চড়চড় করে বাড়ছে গাড়ির ভাড়া।এনজেপী পৌছে পর্যটকেরা যখন গাড়ি খুজছেন কিংবা গাড়ি বুকিং করতে যাচ্ছেন তখন আকাশ ছোয়া দাম শোনার পড়ে আতঙ্কে ভুগছেন তারা।এক পর্যটক সিকিম যাবেন বলে রিজার্ভে গাড়ি বুকিং করতে গেলে তার কাছে 5গুন বেশী দাম চেয়েছে গাড়ির মালিকেরা।তারা জানিয়েছেন আগামী সপ্তাহে মানে মাসের প্রথম দিকেই বুঝতে পারা যাবে ঠিক কতটা বাড়বে পেট্রোল এবং ডিজেলের দাম।তাহলে এখন থেকে টাকা বাড়ছে কেন?তারা জানিয়ে দিলেন এর পরে হয়ত গাড়ি চালানোই তাদের কাছে সমস্যা তৈরী হবে।তাই দায়িত্ব নিয়ে যাদের তারা পাহাড়ে পাঠাচ্ছেন তাদের তো আবার দায়িত্ব নিয়ে কলকাতা রওনা করিয়ে দিতে হবে।তবে অনেক পর্যটক গাড়ি ভাড়ার তোয়াক্কা না করে আসার ভাড়া পযর্ন্ত দিয়ে দিচ্ছেন যাবার সময়টাতে।তবে এতটা দাম বৃদ্বির কারনে অনেক পর্যটকই সমস্যায় পড়তে পারেন বলে মনে করছে দার্জিলিং এবং সিকিমে যারা পর্যটন নিয়ে কাজকর্ম করছেন।অনেকে বলছেন যুদ্ব যদি দীর্ঘস্থায়ী হয় তবে তেলের দাম ধরতেই পারবে না সাধারন মানুষ তখন এর প্রভাব পড়বে পর্যটন শিল্পের উপর।লকডাউন উঠে গিয়ে যাওবা শুরু হয়েছিল পর্যটকদের আসা যাওয়া,যুদ্ব শুরু হওয়ায় তেলের দাম বাড়তে পারে এই আশঙ্কায় আবার চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন শিল্প।