|
---|
মালদা: জালনোট-সহ ৪ জন পাচারকারীকে আটক করল বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ১ লক্ষা ৪৫ হাজার ভারতীয় টাকার জলনোট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াচক-৩ ব্লকের সবদলপুর এলাকা থেকে গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। ধৃতদের কাছ থেকে ২০২টি ৫০০ টাকার নোট ও ২২টি ২ হাজার টাকার নোট উদ্ধার হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতদের নাম গোপন রেখেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। জননোট পাচারের কাজে আরও কারা জড়িত রয়েছে, পুলিশ তদন্ত করে দেখছে।