কালিয়াচকের প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, মালদা: শুক্রবার কালিয়াচকের বাবুরহাট প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। এদিন নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইদিনে বিশেষ নজর কাড়ে বিশিষ্ট মহিলাদের সংবর্ধনা। উদ্যোগতাদের তরফে সংবর্ধনা দেওয়া হয় কালিয়াচক ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও রিয়া চক্রবর্তী, বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাপরিষদের শিক্ষা কর্মাদক্ষ তথা শিক্ষিকা প্রতিভা সিংহ ও শিক্ষিকা তানিয়া রহমতকে।শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে ও উদ্বোধনী সংগীত পরিবেশন অনুষ্ঠান শুরু হয়। আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা তানিয়া রহমত। স্কুলের প্রধান শিক্ষক সুব্রত কর্মকার বলেন, শিক্ষিকা্ তানিয়া রহমতের ঐকান্তিক প্রচেষ্টায় ও সকল শিক্ষক শিক্ষিকার সহযোগিতায় এই অনুষ্ঠান করতে পেরে খুশি আমরা । তিনি বলেন, মহিলারা বিভিন্ন ক্ষেত্রে আজ উল্লেখযোগ্যভাবে সাফল্য পাচ্ছে । মহিলারা এগোচ্ছে। এরমানে বুঝে নিতে হবে সমাজ অনেক পরিবর্তনের পথে হাঁটছে।

    এদিন ছাত্র ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য রেলি কালিয়াচকের রাস্তা পরিক্রমা করে। ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালো এবং মহিলাদের শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা ও তাদের প্রতিভাকে বিকশিত করার স্লোগান এ মুখরিত হয়। উদ্যোক্তারা প্রতিবছর অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা তানিয়া রহমত বলেন, আজ মহিলারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সেটা আমাদের মহিলাদের ক্ষেত্রে অনেক গর্বের বিষয়। বিভিন্ন ক্ষেত্রে মহিলারা কাজের দক্ষতার ছাপ রাখছেন ছেলেদের টেক্কা দিয়ে। বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে মহিলারা।