|
---|
নিজস্ব সংবাদদাতা, রোহিনী, ঝাড়গ্রাম: 2021 এর উচ্চমাধ্যমিকে ঝাড়গ্রাম জেলায় প্রথম স্থান অধিকার করে রোহীনি সি আরডি হাইস্কুলের ছাত্র ইমন দাস যার প্রাপ্ত নম্বর ৪৮৯। তাকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ঝাড়গ্রাম জেলা কমিটি ও সাঁকরাইল কেন্দ্রের পক্ষ থেকে আঁধারী গ্রামের বাড়িতেরোহিণী হাইস্কুলের প্রধান শিক্ষক গৌরাঙ্গ ঘোষের উপস্থিতিতে সম্বর্ধনা দেওয়া হয়। এদিন সংবর্ধনা জ্ঞাপন করেন ঝাড়গ্রাম জেলা সভাপতি সর্বেশ্বর মহাপাত্র , বিশিষ্ট কবি ও প্রাক্তন বিএল আরও প্রদীপ কুমার মাইতি , শান্তনু দে, সুবীর মণ্ডল , চন্দন মহাপাত্র সহ প্রমুখ বিজ্ঞানকর্মী গন প।