|
---|
জল সংকট, দক্ষিণ ২৪ পরগনা কুলতলী থানার অন্তর্গত মেরিগঞ্জে কোলের শিশু কে বাড়িতে রেখে টিউবওয়েলে জল আনতে মহিলারা
বাবলু হাসান লস্কর, দক্ষিণ ২৪ পরগনা: একটু পানি অনেক পূণ্যের হাতছানি ঋতুরাজ বসন্ত পেরিয়ে গ্রীষ্মের দিকে ঝুকে পড়তে চলেছে । বেশ কয়েকদিন ধরে সকালের সময়টুকু বাদে অধিকাংশ সময়ে সূর্যের প্রখর তাপে ঝলসে যাওয়ার উপক্রম । আর তখন ক্লান্ত হয়ে পড়ছে মানুষ জন ।
একটু ছায়ার আশায় পথ ছেড়ে পাশে কোথাও আশ্রয় নেয় পথচারী, বিপাশাগোস্ত চাতক পাখির পানির জন্য পিউকাহাঁ পিউকাহাঁ রব শোনায় । শ্রমিকরা মাঠ থেকে খুঁজে ফেরে একটু পানির জন্যে। প্রকৃতির এই তীব্র দাবদাহে গলা শুকিয়ে কাঠ হওয়ায় উপক্রম । আমরা চাইলে খুব সহজেই অসীম পূণ্যবান হতে পারি। গ্রাম গঞ্জে কিম্বা শহর নগরে, রাজপথে হেঁটে চলা ক্লান্ত পথিকের প্রয়োজন জল । আপনার আমার বাসা-বাড়ি কিংবা দোকানের সামনে দিয়ে প্রতিনিয়ত অসংখ্য পথচারী পথ চলছে। তাদের সেবায় যদি একটি ড্রামভর্তি বিশুদ্ধপানীয় জল আর কয়েকটি গ্লাস আমরা কোথাও রেখে দিই, তবে নিজেদের মানবিকতার পরিচয় দেওয়া যায়। যে চিত্র টি আমরা দেখছি সে ছবিটি হলো দক্ষিণ 24 পরগনা কুলতলী থানা অন্তর্গত মেরিগঞ্জ টু অঞ্চলের 9 নম্বর সংসদে 55 নম্বর বুথের জলের সংকট দেখা দিয়েছে। কারণ হিসাবে- অধিক সংখ্যায় – মাঠেতে সাব মার্সেল বসিয়ে হাউসের মাধ্যমে পানি নিয়ে মাঠে চাষের ফল সরূপ। প্রতিবছর এই অঞ্চলের মানুষগুলো ফাল্গুন চৈত্র বৈশাখ জৈষ্ঠ্য মাসে পানির সংকটে পড়ে । বিগত কয়েক বৎসর যাবৎ এ অঞ্চলের প্রশাসনের অধিকারীক বিডিও, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানানোর পর মেলেনি সুফল কিম্বা প্রতিকার । শুধু এই অঞ্চল কেনো, কুলতলী প্রত্যেকটি অঞ্চলে। কোলের শিশু কে বাড়িতে রেখে টিউবওয়েলে গেলে কখন ফিরবে বাড়িতে ততক্ষণ শিশু কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে পড়ে । এমনই পানির সংকট দেখা দিয়েছে কুলতলির প্রতিটি প্রান্তে। বিকল্প ব্যবস্থা গ্রহণ করলেই তবেই পানির সংকট মিটবে।।