|
---|
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর :মেদিনীপুরের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের উদ্যোগে এক সপ্তাহ ধরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপন কর্মসূচি । সূর্যাস্তের হাট, কাঁসাই নদীর ধার ও শহরের নানা ফাঁকা অঞ্চল সংলগ্ন এলাকায় বৃক্ষ রোপন করা হয়। বিদ্যালয়ের প্রিন্সিপাল মৌপিয়া উইলিয়াম ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকারা এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষাকর্মীবৃন্দ উপস্থিত থেকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সহযোগিতায় বিগত এক সপ্তাহ ধরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপন কর্মসূচি। বিদ্যালয়ের প্রিন্সিপাল মৌপিয়া উইলিয়ামস জানান, “একটি গাছ অনেক প্রাণ, তাই বিভিন্ন ফাঁকা স্থানে গাছ লাগিয়ে আমরা পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে ও নিজেদের সুস্থ স্বাভাবিক রাখতে স্কুলের কচিকাঁচাদের নিয়ে এই কর্মসূচি আমরা পালন করলাম, যা আমাদের আগামী প্রজন্মকে এক নতুন পথ দেখাবে এবং ভবিষ্যতেও আমরা এই কর্মসূচি পালনে ব্রতী থাকব।”