কেশপুরের চড়কাতে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন

সেখ মোহাম্মদ ইমরান, নতুন গতি,কেশপুর:-সামনেই ২০২১ বিধানসভা নির্বাচন। নিজেদের দলীয় শক্তি বৃদ্ধির জন্য নির্বাচনের আগে কেশপুরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জনসংযোগ কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়েছে। এদিন ছিলো কেশপুরের চরকাতে তৃণমূল কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি ও কর্মী সম্মেলন। কেশপুরের বিধায়ক শিউলি সাহা গ্রামের প্রতি বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শোনেন। সে গুলো নিজের ডায়েরিতে নোট ডাউন করে রাখেন। সাধারণ মানুষ বিধায়ককে কাছে পেয়ে আপ্লুত হয়ে যায়। মানুষের ঢল নেমে আসে এলাকায়। এদিনের কর্মী সম্মেলন জনসভার চেহারা নেই। তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আবেগ দেখে শিউলি সাহা বলেন, বিজেপির প্ররোচনায় পা দিয়ে কতিপয় মানুষ গেরুয়া বাহিনীতে গেলেও নিজেদের ভুল বুঝতে পেরে আবার ফিরে এসেছে। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি সহ, যুব সভাপতি শেখ সফিউর রহমান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

    উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর সারা রাজ্যের সঙ্গে কেশপুরের চড়কাতেওবিজেপি প্রভাব বিস্তার করে। চড়কা অঞ্চলের বাম নেতা ও কর্মীরা গেরুয়া শিবিরে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের অঞ্চল নেতৃত্ব সহ অনেক কর্মীকে ঘর ছাড়া করে দেয়। কিন্তু তিনটি উপনির্বাচনে গেরুয়া বাহিনীর গো হারার ফলে কেশপুরে বিজেপির প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করে। গত ৮ই ফেব্রুয়ারি আনন্দপুরের জনসভায় জেলা সভাপতি অজিত মাইতির হাত ধরে গেরুয়া বাহিনীর নেতৃত্ব সহ কয়েকশ কর্মী তৃণমূলে যোগদান করে।