|
---|
নিজস্ব সংবাদদাতা :শিলিগুড়িতে যুবক খুনের ঘটনায় গ্রেফতার এক।এনজেপি এলাকা থেকে পিন্টু মহন্ত নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।খুনের পেছনে আর্থিক লেনদেনের কারণ রয়েছে বলে পুলিশি জেরায় জানিয়েছে ধৃত।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে এনজেপির শহীদ কলোনি এলাকা থেকে উদ্ধার হয় পেশায় টোটো চালক টিঙ্কু সরকারের রক্তাক্ত মৃতদেহ।মৃতের স্ত্রী জানান, মঙ্গলবার রাতে বাড়িতেই ছিল টিঙ্কু৷ রাত ৯ টা নাগাদ তার মোবাইলে ফোন আসে৷ ফোনে কেউ তাকে ডাকে৷ এর কিছুক্ষণ পরেই বাড়ি থেকে ১০০ মিটার দূরে রক্তাক্ত দেহ উদ্ধার হয়৷সেদিন রাতেই এনজেপি থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করে৷মৃতের মোবাইলের কল লিস্ট ও এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্তে নামে পুলিশ।এরপরই গ্রেফতার করা হয় পিন্টু মহন্তকে।
জানা গিয়েছে, তদন্তের স্বার্থে ধৃতকে জলপাইগুড়ি আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানাবে পুলিশ।