|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : দীর্ঘ দুই মাস থেকে লকডাউন আছে দেশ, যদিও লকডাউনের কারণে ধনী ও মধ্যবিত্ত পরিবারের উপর অতোটা প্রভাব পড়েনি কিন্তু লকডাউনের মাসুল দিতে হচ্ছে অসহায় দরিদ্র নিম্ন শ্রেণীর দিন আনা দিন কাটা মানুষদের। আমরা দেখেছি হাজার হাজার কিমি পায়ে হেঁটে বাড়ি ফিরে চলেছেন পরিযায়ী শ্রমিকেরা, খেয়ে না খেয়ে দিন রাত হেঁটে চলেছেন তাঁরা। তবে এবার দেখলাম অন্য কিছু নাবালিক কন্যা তার অসহায় পিতাকে ১২০০ কিমি সাইকেল চালিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন।
ঘটনা উত্তরপ্রদেশের হরিয়ানার গুরু গ্রামের যেখানে বিহারের দারভাঙা জেলার একজন ব্যক্তি অটো চালাতেন, লকডাউন ঘোষণার আগে তিনি শারিরীক অসুস্থ হয়ে যায় তাই তার কাছে তার নাবালিক কন্যা জতি কুমারী পৌঁছায়। দরিদ্র পরিবার লকডাউনের কারণে ঠিক ঠাক খেতে পারছিল না তাই ৫০০ টাকা ধার নিয়ে একটু সাইকেল কিনে সেই অসহায় পিতাকে নিয়ে ১২০০ কিমি পথ পাড়ি দিলেন কন্যা।
সমাজে যদিও মেয়েদের কে তুচ্ছ ভাবা হয়, কন্যা সন্তান জন্ম নিলে অনেক পরিবারে যেনো শোক নেমে যায়, সেই সমস্ত পরিবারকে একটি যোগ্য জবাব দিলেন জতি কুমারী, পিতাকে যখন জতি বলে যে আমি তোমাকে সাইকেল চালিয়ে বাড়ি নিয়ে যাবো তখন পিতা বলে আরে পাগলি বাড়ি ১০ – ২০ কিমি দূরে না অনেক দূরে, কন্যা বলে আমি ঠিক নিয়ে চলে যাব। বসিয়ে নিলেন পিতাকে ধীরে ধীরে ১২০০ কিমি পথ অতিক্রম করে গ্রামে পৌঁছালেন পিতা কন্যা। zee নিউজের সাক্ষাৎকারে পিতা তার কন্যার উপর গর্ববোধ করেন। উনি বলেন ভেবেছিলাম হয়তো আর বাঁচবোনা, কিন্তু আমার মেয়ে খেয়ে না খেয়ে অনবরত সাইকেলে চালিয়ে আমাকে বাড়ি নিয়ে এলো।