সরকারিভাবে শেষ হলো ইংরেজবাজার পৌরসভার মেয়াদকাল

নতুন গতি নিউজ ডেস্ক: সরকারিভাবে শেষ হলো ইংরেজবাজার পৌরসভার মেয়াদকাল। শনিবার ইংরেজবাজার পৌরসভার সভা কক্ষে সমস্ত পৌর কর্মী এবং কাউন্সিলরদের নিয়ে সম্বর্ধনার সভার আয়োজন করা হয়। এর পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যানের পৌরসভার কাউন্সিলর হিসেবে ২৫ বছর পূর্তি হওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। ২৫ মে সরকারিভাবে মেয়াদ শেষ হবে ইংরেজবাজার পৌরসভার। মাঝে দুদিন ছুটি থাকার কারণে শনিবার বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ, ভাইস চেয়ারম্যান দুলাল সরকার সহ অন্যান্য কাউন্সিলর ও পৌর কর্মীরা।করোনা মোকাবিলায় লকডাউনের কারনে নির্বাচন বাতিল হয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকার নিহার রঞ্জন ঘোষের নেতৃত্বে ৬ জনের একটি কমিটির নাম ঘোষণা করেছে। আগামী ২৭ মে থেকে প্রশাসক হিসেবে পৌরসভা চালাবেন নিহার রঞ্জন ঘোষ। কমিটিতে থাকবেন দুলাল সরকার, অম্লান ভাদুড়ী, চৈতালি ঘোষ সরকার, সুমালা আগারওয়ালা এবং আসিস কুন্ডু।