|
---|
নতুন গতি,মালদা: বামনগোলা থানার গাংগুড়িয়ায় শ্রী শ্রী সারদা তীর্থম আশ্রমে হয়ে গেল ১৮ টি হাতের মহালক্ষ্মীর পুজো। সাধারণ লক্ষ্মীদেবীর মতো এখানে দু’হাতের পরিবর্তে দেবীর ১৮টি হাত। এখানে দেবী দু’বার পূজিতা হন। সকালে মহালক্ষ্মী হিসেবে এবং রাতে কোজাগরী লক্ষ্মী হিসেবে। পুজো উপলক্ষ্যে আশ্রমে ভক্তদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শনিবার দেবী আবার মহালক্ষ্মী হিসেবে পূজিতা হন। মহালক্ষ্মীর পুজোর সময় হয় চন্ডীপাঠও। এই সময় ঘট স্থাপনে দেওয়া হয় পাকুর, অশ্বত্থ, আম, বট ও অশোক গাছের পল্লব। মহালক্ষ্মীর পুজোর সময় নৈবেদ্য ছাড়াও দেওয়া হয় অন্নভোগ। যজ্ঞে ১০৮টি বেলপাতা লাগে এই সময়। শুক্রবার রাতে রাতে এই দেবীই পূজিতা হন কোজাগরী লক্ষ্মী হিসেবে। সম্পাদক স্বামী আত্মপ্রাণানন্দ মহারাজ বলেন, ‘২২ বছর ধরে আমাদের এখানে পুজো হয়ে আসছে। এই পুজোর উদ্দেশ্য অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা।’