|
---|
বাইজিদ মন্ডল, নতুন গতি, ডায়মন্ডহারবার: ২১শে জুলাই শহীদ সমাবেশে ধর্মতলায় আয়োজিত সভার প্রাক – প্রস্তুতি সভা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন বৈকালে ডায়মন্ড হারবার ২নং ব্লকে তৃণমূল ভবনে,সাধারণ কর্মী-সমর্থকবৃন্দের উপস্থিতিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: হা: ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন,২নম্বর ব্লকের যুব সভাপতি তথা বিশিষ্ঠ আইনজীবী মাহবুবার রহমান গায়েন, ২নম্বর ব্লকের যুব নেতা তথা সরিষা অঞ্চলের অবজারভার শামীম আহমেদ মোল্লা, সরিষা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরবিন্দ মন্ডল, ডায়মন্ড হারবার ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি কালিদাস প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির সদস্য কবিরুল ইসলাম শেখ ও আবুল ফারাহ লস্কর সহ জেলা পরিষদের সদস্যাবৃন্দ, ডায়মন্ড হারবার ২নং পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ ও কর্মাধ্যক্ষগন, প্রত্যেক পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ আরও অন্যান্য নেতৃত্ব বৃন্দ। ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক সভাপতি অরূমোয় গায়েন এদিন সকাল দলীয় কর্মী সমর্থকদের একত্রিত থাকার বার্তা দেন। সেই সঙ্গে একুশে জুলাই এর সভাতে যাওয়ার জন্য আবেদন জানান সকলকে।