|
---|
শেখ আব্দুল আজিম : নবাবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অমর একুশে জুলাই প্রস্তুতি সভা।স্মরণে নবাবপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল দুধকলমি শিবতলা। এই পথ সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক স্বাতী খন্দকার মহাশয়া, ডানকুনি ডানকুনি টাউন সহ-সভাপতি কবিরুল মহাশয়, এছাড়া শিয়াখালা তৃণমূল কংগ্রেসের সদস্য সুব্রত মহাশয়, এছাড়াও চন্ডীতলা ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মলয় খাঁ মহাশয়, কর্মাধ্যক্ষ শেখ মোশারফ আলী, মশাট অঞ্চলের প্রধান সঞ্জীব দাড়ি মহাশয়, নবাবপুর অঞ্চল প্রধান রিনা সাতরা মহাশয়া ও উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক। নবাবপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর নস্কর মহাশয়, এছাড়া নবাবপুরের প্রাক্তন প্রধান সিরাজুল হক মল্লিক নবাবপুর অঞ্চলের সদস্য ও সদস্যা অসংখ্য তৃণমূল কংগ্রেসের সমর্থক উপস্থিত ছিলেন জয় হিন্দ বাহিনীর সদস্য সঞ্জীব চক্রবর্তী প্রমূখ বিধায়ক স্বাতী খন্দকার সংক্ষিপ্ত বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভুয়াসি প্রশংসা করে বলেন অমর একুশে জুলাইয়ের কথা আজও মনে পড়ে তিনি আরো বলেন দুবছর করুন না কাল অমর একুশে জুলাই সেইভাবে আমরা পালন করতে পারিনি নবাবপুর মানুষের কাছে অনুরোধ করেন শান্তশিষ্ট ভাবে একত্রিত দলবদ্ধ হয়ে উক্ত সভায় যোগদান করবেন অন্যান্য বক্তারাও একুশে জুলাই সম্বন্ধে কিছু বলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন এবং কেন্দ্র সরকারের কাজ কর্মের নিন্দা করেন