প্লাস্টিক করলে বর্জন, বৃক্ষ করব অর্পণ-অভিনব উদ্যোগে বৃক্ষ বিলি

নিজস্ব সংবাদদাতা : সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘গাছ লাগাবেন আপনি,চারা দেব আমরা’ অনুষ্ঠান, পূর্ব বর্ধমানের মালিরবাগানে। বিনামূল্যে গাছের চারা বিলি করা হল, শর্ত ছিল প্লাস্টিক বর্জন করার প্রতিসুর্তি দিতে হবে তবেই মিলবে গাছের চারা। অভিনব উদ্যোগে মানুষকে প্লাস্টিক বর্জনের বার্তা দিল সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড সংস্থা। প্রায় দুই হাজার ফল,ফুল ও কাষ্ঠ জাতীয় চারা বিলি করা হয় এইদিন। সংস্থার সভাপতি আবু আজাদ বলেন ‘আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল মানুষকে পরিবেশ সমন্ধে সচেতন করা,যাতে মানুষ পরিবেশকে ভালোবাসে এবং পরিবেশকে দূষণ মুক্ত রাখে। এলাকার মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আজ থেকে সংস্থার বৃক্ষবিলি শুভ উদ্বোধন হয়, এই কর্মসূচি চলবে বছর ভোর। সবুজ অক্লান্ত পরিশ্রম করে চলেছে পরিবেশকে দূষণ মুক্ত এবং সবুজ করতে।