|
---|
সংবাদদাতা : ২৮শে মার্চ ২০২২ হুগলি জেলার ঐতিহাসিক ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসায়, ছাত্র হিযবুল্লাহ লাইব্রেরী উদ্যোগে আয়োজিত হল, ১১৬ তম বাৎসরিক মিলাদুন্নবী অনুষ্ঠান। সকাল থেকে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের গজল, কেরাত, হাম্দ, মুজাদ্দেদ জামান পির আবু বক্কার সিদ্দিকী রহ: এর জীবনীর উপর প্রতিযোগিতা হয়। এবং ২০২০ ও ২০২১ এর ১৫০ জন উত্তীর্ণ মমতাজুল মুহাদ্দিসীনকে সার্টিফিকেট ও পাগড়ী প্রদান করলেন উক্ত মাদ্রাসার শিক্ষকগন। উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার সুপারেনটেনডেন্ট আবু তালহা সিদ্দিকী এবং শেষ মোনাজাত করলেন পীরজাদা আলহাজ্ব মাওলানা মোঃ ইসমাইল সিদ্দিকী সাহেব।