নদীয়ার কালিগঞ্জের জুরানপুর গ্রামে পতাকা উত্তোলনের পাশাপাশি বৃক্ষ রোপণ,জল অপচয় রোধ,সেভ ডাইভ সেভ লাইফ,ডেঙ্গু সচেতনা মূলক পথ সভা

আসিফ খান, নদীয়া : ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষে নদীয়ার কালিগঞ্জের জুরানপুর গ্রামে পতাকা উত্তোলনের পাশাপাশি বৃক্ষ রোপণ,জল অপচয় রোধ,সেভ ডাইভ সেভ লাইফ,ডেঙ্গু সচেতনা মূলক পথ সভা। জুরানপুরের (সি.এস.সি) ভি.এল.ই. নুরজামান সেখের উদ্যোগে জুরানপুর তদন্ত কেন্দ্রের (আই.সি)শ্রী গৌতম সককারের সহযোগিতায় এই কর্মসূচীর আয়োজন করা হয়। এদিন সকালে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পতাকা উত্তোলন করেন থানার (আই.সি) শ্রী গৌতম সরকার,(সি.এস.সি) ভিএলই নুরজামান সেখ সহ জুরানপুর হাই স্কুল(উঃমাঃ)- এর প্রক্তন প্রধান শিক্ষক শ্রী পরেশ চন্দ্র মিস্ত্রি । এলাকার যুবক গণ ও ছাত্র-ছাত্রী দের সহযোগিতায় এদিন দেশের ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কালিগঞ্জের জুরানপুর গ্রামে পতাকা উত্তোলনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বৃক্ষ রোপণ,জল অপচয় রোধ,সেভ ডাইভ সেভ লাইফ,ডেঙ্গু সচেতনা মূলক পথ মিছিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরানপুর হাই স্কুল (উঃমাঃ)-এর প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী পরেশ চন্দ্র মিস্ত্রি,বিশেষ অতিথি হিসেবে জুরান পুর তদন্ত কেন্দ্রের আই.সি. শ্রী গৌতম সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও জুরানপুর তদন্ত কেন্দ্রের এস.আই. শ্রী বিমল কুমার রায়, এস.আই. মলয় কুমার ঘোষ, এ.এস.আই. শ্রী অরুপ সাহা,স্থানীয় জুরানপুর পঞ্চায়েত প্রধান শ্রীমতী সারথি হাজরা,মজীবর রহমান (সহকারী প্রধান শিক্ষক),এছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রী দেবদাস কর,রতন কুমার দাস,রবিউল আলম, মুকারিম সেখ,দরিয়ত আলি,নাড়ু গোপাল ঘোষ,পিন্টু মিস্ত্রী, জয়হরি দাস।এছাড়াও (সি.এস.সি) ভি.এল.ই. সদস্য উৎপল ঘোষ, সুমন ঘোষ,শুভজিৎ ঘোষ ছাড়াও আরও সহকর্মীরা।

    সূত্রের খবর বর্তমান ভারতের প্রায় পরিবেশ বিভিন্ন কারণে ধ্বংসের মুখে একথা মাথায় রেখে উপরে উল্লেখিত এই এলাকার মানুষের উদ্যোগে ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষে নদীয়ার কালিগঞ্জের জুরানপুর গ্রামে পতাকা উত্তোলনের পাশাপাশি বৃক্ষ রোপণ,জল অপচয় রোধ,সেভ ডাইভ সেভ লাইফ,ডেঙ্গু সচেতনা মূলক পথ মিছিল।মিছিলে প্রায় কয়েক শতকের মানুষের সমাগমে অনুষ্ঠিত হল জানা যায়।