|
---|
আজিজুর রহমান,গলসি : প্রতি বছরের ন্যায় এবছরও পূর্ব বর্ধমানের গলসির পারাজে গ্ৰামীণ ও স্বাস্থ্য মেলার আয়োজন করল মেলা কমিটি। হজরত চার আউলিয়া বাবার উরশ উপলক্ষে এই মেলার আয়োজন। এবছর ওই মেলা ২৫ তম বর্ষে পদার্পণ করলো। আগত অতিথিদের সঙ্গে ফিতে কেটে মেলার শুভ উদ্বোধন করেন গলসি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দ্দন চ্যাটার্জ্জী। পাশাপাশি এলাকার কিছু স্কুল পড়ুয়াকে পাঠ্য পুস্তক বিতরণ ও প্রায় দুহাজার দুঃস্থ মানুষতে শীতবস্ত্র বিতরণ করেন আয়োজকরা।
মেলা কমিটির সদস্যরা জানিয়েছেন, গলসি এলাকার প্রায় কুড়িটি গ্ৰামের বিভিন্ন ধর্মের মানুষ ওই মেলা দেখতে আসেন। তাঁদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে মেলা কমিটি। তাছাড়াও মেলার পাঁচ দিন এলাকার মানুষকে আনন্দ দিতে পুতুল নাচ, বিচিত্রানুষ্ঠান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন তারা।