ডাক্তার বিপ্লব চ্যাটার্জী স্মৃতি উৎসব উদযাপন খাঁড়ো যুব সংঘের

সেখ সামসুদ্দিন, ২১ জানুয়ারিঃ ডাক্তার বিপ্লব চ্যাটার্জী স্মৃতি উৎসব উদযাপন করে দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘ। দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের উৎসব মঞ্চটি ডাক্তার বিপ্লব চ্যাটার্জীর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এবং নামকরণ করা হয় ‘ডাক্তার বিপ্লব চ্যাটার্জী স্মৃতি সম্প্রীতি মঞ্চ’। এই উৎসব উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, শীতকালীন বস্ত্র বিতরণ, সম্প্রীতি ক্রিকেট প্রতিযোগিতার সূচনায় ব্যাট করেন বিধায়ক ও বল করেন থানার সেকেন্ড অফিসার। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চারটি টিম মেমারি থানা একাদশ, বিডিও একাদশ, মেমারি মাদ্রাসা একাদশ ও ডাক্তার বিপ্লব চ্যাটার্জী একাদশ। চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেমারি বিডিও একাদশ ও ডাক্তার বিপ্লব চ্যাটার্জী স্মৃতি মঞ্চ একাদশ। বিজয়ী হয় মেমারি বিডিও একাদশ। উৎসবের সূচনা করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, কাউন্সিলর ডঃ কৃষ্ণ পদবী বিশ্বাস, শেখ ইউসুফ, ডক্টর চিরঞ্জীব বিশ্বাস, ডাক্তার বিপ্লব চ্যাটার্জীর পিতা তথা ক্লাবের অন্যতম সদস্য গৌতম চ্যাটার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন খেলার মাঠে মেমারি ১ বিডিও অফিসের পক্ষ থেকে ভোটারদের সচেতন করা হয়। পরে মাঠে আসেন মেমারি থানার সেকেন্ড অফিসার বিশ্বজিৎ দাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ ব্যানার্জী। পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা সহ অন্যান্য কর্মাধ্যক্ষবৃন্দ, মেমারি মাদ্রাসার সম্পাদক কাজী মহঃ ইয়াসিন, মেমারি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অভিজিৎ কোঙার। বিধায়ক এবং পরে আসা অতিথিবৃন্দ বস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় ৫৩ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে অঙ্কন প্রতিযোগিতা সহ ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এদিন সম্প্রীতি প্রতিযোগিতায় ম্যআন অফ দ্য সিরিজ সুব্রত চক্রবর্তী, ম্যান অফ দ্য ম্যাচ উজ্জ্বল দে, বেস্ট বোলার অঙ্কুর যাদব ও বেস্ট ফইল্ডআর ওয়ারিশ কুরেসী নির্বাচিত হন।