পাঁচজন সহকর্মীকে সেনা জওয়ানকে গুলি করে হত্যা পর নিজে আত্মঘাতী হলেন মাসুদ রহমান

পাঁচজন সহকর্মীকে সেনা জওয়ানকে গুলি করে হত্যা পর নিজে আত্মঘাতী হলেন

    নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া; মানসিক অবসাদে ছত্রিশগড়ে পাঁচ সেনা জওয়ানদের মধ্যে গুলি করে হত্যা করলো 45 নম্বর ব্যাটালিয়নের জোওয়ান নদীয়ার মাসুদ রহমান জানা গেছে মাসুদের বাড়ি নদীয়ার নাকাশিপাড়া থানার বিলকুমারী গ্রামে। মাসুদুর রহমানের বয়স ( ৩৩) 2008 সালে আইটিবিপি তে যোগদান করেন বর্তমান তিনি ছত্রিশগড়রে নারায়ণপুর জেলায় কর্মরত ছিলেন।
    ছত্রিশগড় পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে আইটিবিপির কনস্টেবল মাসুদুর রহমানের সঙ্গে অন্য জওয়ানদের বচসা বাদে তর্ক বিতর্ক চলার মধ্যেই নিজের সার্ভিস রাইফেল থেকে আচমকা এলোপাথারি গুলি চালাতে শুরু করে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে পাঁচ সেনা জওয়ান।
    গুলি করার পরেই নিজেই রাইফেল থেকেই আত্মঘাতী হলেন নিজেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
    আহতদের এয়ারলিফট করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। নিহতদের মধ্যে আরও দুই বাঙালি জোওয়ান রয়েছেন।
    মাসুদুর রহমানের পরিবার সূত্রে খবর দীর্ঘ দিন ছুটি না পাওয়ার জন্যই মানসিক রোগে ভুগছিলেন।