বাবার ইচ্ছে পুরণ করলেন মেয়েরা মরণোত্তর দেহদান করে, রামপুরহাট মেডিক্যাল হাসপাতালে এই প্রথমবার ।

আজিম শেখ,নতুন গতি, রামপুরহাট :- রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের জন্য প্রথম মরণোত্তর দেহ দান করলেন লক্ষন ঘোষ (৬৫)পারিবারিক সূত্র জানায়, মরণোত্তর দেহদানে স্ত্রী ও তিন মেয়ের সম্মতি রয়েছে।

    লিখিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আমি লক্ষণ ঘোষ স্বেচ্ছায় শারীরিক ও মানসিকভাবে সুস্থ অবস্থায় আমার মরণোত্তর দেহ বা লাশ মেডিকেল কলেজের মর্গের শিক্ষার্থীদের এনাটমি ও ফিজিওলজি ইত্যাদি শেখার কাজে লাগবে জেনে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাজে দেহ সম্পূর্ণ এবং চক্ষু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে আমার স্ত্রী ও কন্যাদের সম্মতি রয়েছে। কাজেই মৃত্যুর পরে আমার মৃতদেহ কলেজ কর্তৃপক্ষের কাছে অর্পণ করার জন্য আমার স্ত্রী ও কন্যাদের নির্দেশ দিচ্ছি।
    সেই বাবার ইচ্ছে পুরন করলেন তিন মেয়ে। বর্ধমান জেলার কাকসা থানার বসুধা গ্রামে বাবার মৃত্যুর পর আমরা রামপুরহাট মেডিক্যাল হাসপাতালে বাবার মরণোত্তর দেহদান করলাম।