|
---|
দেবজিৎ মুখার্জি, হাওড়া: “শারীরশিক্ষার জন্য ৮৫০টি পদে এবং কর্মশিক্ষায় ৭৫০টি পদে নিয়োগ হবে” বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এসএসসিতে নিয়োগ নিয়ে তিনি সাংবাদিক বৈঠকে বললেন “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। তিনি এসএসসি নিয়োগ সংক্রান্ত আন্দোলনকর্মীদের সঙ্গে এ ব্যাপারে কথাও বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। তাঁর কথাতেই পদক্ষেপ করা হয়েছে।”
তিনি জানান “মুখ্যমন্ত্রীর নির্দেশে ৫২৬১টি এসএসসি পোস্ট বাড়ানো হয়েছে। শারীরশিক্ষার জন্য ৮৫০টি পদে নিয়োগ হবে। কর্মশিক্ষায় ৭৫০টি পদে নিয়োগ হবে। স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ মেনেই নিয়োগ প্রক্রিয়া চলবে। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে ওই পদে নিয়োগ হবে। পরীক্ষার তারিখ নিয়ে দ্রুত নোটিস দেওয়া হবে।”