|
---|
আজিম শেখ, নতুন গতি, রামপুরহাট : বীরভূম জেলার রামপুরহাট ১নম্বর পশ্চিম এর কাষ্টগড়া,মাসড়া, নারায়ণপুর,বোনহাট আয়াস ও কুসুম্বা এই ৬টি পঞ্চায়েতে মিলে তৈরী হয়েছে লোকাল কমিটি ।
তাই আজকে রবিবার সকাল ৯টা হইতে কাষ্টগড়ায় নব প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) এর ১৬ তম লোকাল সম্মেলন।
আজ ইং ২৯/০৯/২০১৯ তারিখ রবিবার এই সম্মেলন উপস্থিত ছিলেন যুব জেলা সভাপতি মনতোষ মজুমদার ।
জেলা সম্পাদক মন্ডলির
সদস্য অমিতাভ সিংহ ,
জেলা কমিটির সদস্য আফতাফ হোসেন।
আরো ছিলেন যুবর প্রাক্তন জেলা সম্পাদক অজয় মন্ডল।
ও স্থানিয় কর্মীদের নেতৃত্বে ।
সকাল থেকে শুরু হয় দলীয় কর্মসূচি ।
তারপরে প্রকাশ করেন
যুবর নবনির্বাচিত কমিটি নাম
জসিম সেখ সভাপতি ,
সহ সভাপতি – তিমতি টুডু
সম্পাদক রাণা লেট
সহ সম্পাদক – ইউসুফ আলম
যুবশক্তি কোষাধ্যক্ষ জুয়েল সেখ।
জুয়েল সেখ জানান আজ ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) এর সম্মেলন এর আয়োজন করেছিলাম তা শান্তি পূর্ণ ভাবে হয়েছে এই সম্মেলন বেশ কিছু দলীয় আলোচনা করা হয় তারপরে নতুন কমিটি তৈরি হয় এবং গ্রামে পথসভা করে এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।