|
---|
ভােটার তালিকা সংশােধনের জরুরি ঘােষণা কমিশনের
নতুন গতি প্রতিবেদক : ১৮ নভেম্বর থেকে ভােটার তালিকা সংশােধনের কাজ শুরু করছে রাজ্য নির্বাচন কমিশন। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে প্রত্যেক শনি ও রবিবার বুথে বুথে বসবেন বুথ স্তরের অফিসাররা৷ ওই দিনগুলিতে বিশেষ ক্যাম্প করা হবে৷ ৫ জানুয়ারি মধ্যে প্রতিটি আবেদন খতিয়ে দেখা হবে। চূড়ান্ত ভােটার তালিকা প্রকাশিত হবে ১৫ জানুয়ারি। আগামী ২০২১ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে, তারাই ভােটার তালিকার নাম নথিভুক্ত করতে পারবেন৷ ভােটার তালিকায় নাম তুলতে গেলে ৬ নম্বর ফর্ম পূরণ করতে হবে। নতুন প্রকাশিত ভােটার তালিকার ওপর ভিত্তি করেই ২০২১ সালের বিধানসভার ভােট হবে৷