CPIM ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তেলডাহা গ্রামের ২০ টি পরিবারের ৭০ জন ভোটার

নতুন গতি ওয়েব ডেস্ক : বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর সংসদের তেলডাহা গ্রামের দাস পাড়ার প্রায় 20 টি পরিবারের সত্তর জন কর্মী সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। আজ তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিয়ামত শেখ, পঞ্চায়েত সভাপতি সঞ্জয় দত্ত ও অবজারভার তপন কুমার মণ্ডল মহাশয়।

     

    তৃণমূলের পক্ষ থেকে কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিয়ামত শেখ জানান 2021 এর বিধানসভার আগেই বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করাতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা সব সময় এদের পাশে থাকব ।আমরা অলরেডি পানীয় জলের ব্যবস্থা করিয়ে দিয়েছি। টিউবল বসিয়ে দিয়েছি ।বেশ কিছুটা রাস্তা অযোগ্য হয়ে পড়ে আছে সেটাও ঢালাই করে দেওয়ার ব্যবস্থা চলছে ।এই প্রতিশ্রুতি গ্রামবাসীকে দেন। এলাকার মানুষ বলেন আমরা দীর্ঘদিন থেকে বিভিন্ন দলের সাথে যুক্ত ছিলাম। আমাদের এই এলাকায় কোনরকম উন্নয়ন কেউ করেনি তাই আমরা বাধ্য হয়ে তৃণমূলে যোগদান করলাম।

    এ ধারে

    কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সভাপতি সঞ্জয় দত্ত মহাশয় জানান- আমরা সামনে ভোট আসছে বলে নয়, আমরা মানুষের পাশে সব সময় থাকি। আগামী দিনেও থাকবো। তাই মা মাটির মানুষ মাননীয়া মমতা ব্যানার্জি কে দেখে মমতা ব্যানার্জীর উন্নয়ন দেখে তারা আমাদের দলে এসেছেন। আমরা তাদেরকে বরণ করে নিয়েছি আগামী দিনে আমরা সকলকে এক সঙ্গে এক ছাতার নিচে নিয়ে থাকতে ও কাজ করতে চাই।