|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: চূড়ান্ত হয়ে গেল সোল বীটস একাডেমির পূজা পরিক্রমার ফলাফল। সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে একটি সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে চূড়ান্ত হলো সোল বিটস ড্যান্স একাডেমির পূজো পরিক্রমা-২০২০ এর ফলাফল। নির্বাচিত করা হলো সেরার সেরা পূজাগুলিকে।
এই পর্বে প্রায় শতাধিক পুজো পরিক্রমা করা হয়েছে এবং সেরার সেরা পূজা গুলিকে নির্বাচিত করেছেন বিচারকরা এবং বিচারকদের রায়ই এক্ষেত্রে চূড়ান্ত বলে গৃহীত হয়েছে বলে জানান সোল বীটস ডান্স একাডেমির কর্ণধার নৃত্যশিল্পী বিউটি দাশ।এবারের পূজা পরিক্রমায় বিচারক হিসাবে ছিলেন সঙ্গীতশিল্পী হায়দার আলি, চিত্রশিল্পী অচিন্ত্য মারিক, রাষ্ট্রপতি পুরষ্কারে ভূষিত প্রধান শিক্ষক ড.বিবেকান্দ চক্রবর্তী,সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মণ্ডল,পর ইউ-এর কর্ণাধার গোপাল দাস,রোহিত মাজী,অভিনব বোস প্রমুখ।
সোল বিটস এর পক্ষে উপস্থিত ছিলেন রাহুল চন্দ্র,অভিষেক বোস, সুমন পাত্র,সৌভিক গুড়িয়া প্রমুখ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী শনিবার বিদ্যাসাগর হল প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে পূজা কমিটিগুলিকে পুরস্কৃত করা হবে।