|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: এবার দেশ বাঁচাতে ইউক্রেন সেনায় যোগ দিতে চান ৯৮ বছরের বৃদ্ধা ওলহা টিভেরদখলিবোভা। জানা যায় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছিলেন। এই কথা টুইটে জানিয়েছেন ইউক্রেনের বিদেশমন্ত্রক।
ইউক্রেনের বিদেশমন্ত্রক জানান “৯৮ বছর বয়সি ওলহা টিভেরদখলিবোভা, একজন WWII প্রবীণ, তাঁর জীবনে দ্বিতীয়বারের জন্য যুদ্ধের মুখোমুখি হওয়া। তিনি ফের তাঁর মাতৃভূমিকে রক্ষা করতে প্রস্তুত ছিলেন। (যোগ দিতে চান যুদ্ধে)। তবে সমস্ত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বয়সের কারণে তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি। আমরা নিশ্চিত, তিনি কিয়েভে দ্রুত আরও একটি জয় উদযাপন করবেন!”
ওলহা জানিয়েছেন “বেঁচে থাকতে যুদ্ধমুক্ত মাতৃভূমি দেখতে চাই আমি।”