চারুকলা শিল্প পরিবারের পক্ষ থেকে অনলাইন চিত্র প্রদর্শনী

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শারদীয়া দুর্গোৎসব ১৪২৯ উপলক্ষ্যে চারুকলা ( Fine Arts ) শিল্প পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একটি অনলাইন চিত্র প্রদর্শনী । যেখানে মহালয়া থেকে বিজয়া দশমী অবধি গুণী চিত্রশিল্পীরা ফেসবুক গ্রুপে পোস্ট করেছিলেন তাঁদের সুন্দর সুন্দর শিল্পকর্ম । তারই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেলো দক্ষিণ কলকাতার রবীন্দ্র সদন নিকটস্থ মোহরকুঞ্জ প্রাঙ্গণে ।

    উপস্থিত ছিলেন শিল্প পরিবারের কর্ণধার রাজদীপ দাস সহ চারুকলার সহ-প্রশাসক চিত্রশিল্পী রিয়া দে । অনুষ্ঠানে শিল্পীদের হতে স্মারক ও শংসাপত্র তুলে দেন বিশিষ্ট পুরাতনী সঙ্গীতশিল্পী শ্রী অরিন্দম মুখোপাধ্যায় মহাশয় ।

    শিল্পীরা যাঁরা আজ উপস্থিত ছিলেন যথাক্রমে স্বর্ণালী ঘোষ, উপাসনা চক্রবর্তী, বিপাশা সরকার, রেজিনা দাস ভৌমিক, কোয়েল বড়ুয়া, রিমি বসাক, বৃষ্টি চৌধুরী, চন্দ্রা পাল, শ্রেয়া গিরি, দেবারতি বসাক, আকাশ চক্রবর্তী, কুন্তল বেরা, স্পন্দিতা চক্রবর্তী, পূজা সরকার প্রমুখরা । শিল্পী স্পন্দিতা চক্রবর্তী উপস্থিত থাকতে না পারায় তাঁর সম্মানীয় পিতা পুরস্কার সংগ্রহ করেন । সকল শিল্পীকে ‘ত্রিনয়নী’ নামক বিশেষ সম্মানে সম্মানিত করা হয় ।