নির্দেশ পাওয়ার পরই রায়দিঘীতে জোরকদমে দিদিকে বলো তৃতীয় পর্যায়ের কাজ শুরু

নবাব মল্লিক, রায়দিঘী: সাধারণ মানুষের থেকে অভাব অভিযোগ শুনতে “দিদি কে বলো” (Didi ke bolo) কর্মসূচী চালু করেছেন তৃণমূল সুপ্রিমো (Trinamool Congress) তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । দু দফায় “দিদি কে বলো” কর্মসূচী ভাল সাড়া মিলেছে, এবার “দিদি কে বলো” কর্মসূচীর তৃতীয় পর্বের প্রচার শুরু করল জোড়াফুল শিবির। বুধবার তৃতীয় পর্যায়ের প্রচার পর্ব শুরু করবে রাজ্যের শাসকদল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, এই নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, উপস্থিত ছিলেন ব্লক ও শহরের সভাপতিরা,  তাদের মঙ্গলবারের বিষয়টি নিয়ে জানান তিনি। ৬০০ এর বেশী ব্লক এবং শহরের সভাপতিকে রাজ্যের ২০০০ এর বেশী গ্রামে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের মহাসচিব। 

    সেই নির্দেশিকা মাথায় রেখে রায়দিঘীতে আজ থেকে শুরু হল জোরকদমে তৃতীয় পর্যায়ের কাজ। আজ রায়দিঘী তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ব্লক সভাপতি অলোক জলদাতা সমস্ত অঞ্চল সভাপতি, প্রধান ও অন‍্যান‍্য নেতৃত্বদের ডেকে তৃণমূল ভবন থেকে পাওয়া নির্দেশিকা পড়ে শোনান। তারপরই সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন যে শুক্রবার বাড়িভাঙা মৌজা থেকে এই তৃতীয় পর্যায়ের পোগ্রামের আনুষ্ঠানিক সূচনা হবে।