আই. সি. ডি. এস. এর পুষ্টি প্রকল্প

আসাদ আলী : ৭সেপ্টেম্বর বুধবার ছিল পুষ্টি দিবস। খুব দুঃখের এই যে, গোটা জাতিই আজ পুষ্টি হীনতায় ভুগছেন। তথাপিও কিছু মানবতা প্রেমী, দেশ প্রেমী, সমাজ সেবায় লিপ্ত মানুষ ও সংস্থা দাঁতে দাঁত চেপে লড়াই করছেন মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। এরকমই এক জনপ্রিয় সংস্থা “আই. সি. ডি. এস.”-যাঁর কর্মী এবং সহকারী গণ নাম মাত্র সাম্মানিক এর বিনিময়ে নিজেদের উজাড় করে দেশের ভবিষ্যৎ শিশু, গর্ভবতী মহিলাদের ও কিশোরী দের সেবা দিয়ে চলেছেন। কোথাও ভাঙা ঘরে, কোথাও খোলা আকাশের নীচে, কল, প্রস্রাব-পায়খানার শুব্যাবস্থা ব্যাতিরেকে বছরের পর বছর। সেলাম এঁদের। এঁদের ই একটি সেন্টার উত্তর ২৪ পরগণা র রাজারহাট-বিষ্ণুপুর খেজুর বাগানে ৯৬(০৩১১) নাম্বার যেটি মডেল স্কুল হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছেন তাঁর লড়াকু কর্মী শ্রীমতী সুমিত্রা ঘোষ এর জন্য। গত ৭ সেপ্টেম্বর তারিখ বুধবার এই সেন্টার প্রাঙ্গণ থেকে ” সবার জন্য পুষ্টি “-এই উদ্দেশ্য কে সামনে রেখে কাছাকাছি সমস্ত সেন্টারের প্রায় শতাধিক মা-কিশোরী-শিশু -কর্মী-সহকারী-স্থানীয় সরকারি দপ্তরের প্রতিনিধি-কর্মী-ইউনিসেফ এর প্রতিনিধি প্রমুখ পোষ্টার, ব্যানার সহযোগে পদযাত্রায় সামিল হন মানুষের সচেতনতা বৃদ্ধি র লক্ষ্যে। বুড়োশিবতলা, ঘোষপাড়া, বিষ্ণুপুর বটতলা হয়ে বিডিও অফিস এ পদযাত্রার সমাপ্তি ঘটে। সেখানে সবার পুষ্টির কি প্রয়োজন? কেন প্রয়োজন ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন: যথাক্রমে সুপারভাইজার টুটুন মুখার্জি, জয়েন্ট বি. ডি. ও. চঞ্চল কুমার মন্ডল, অ্যাসিস্ট্যান্ট সি. ডি. পি. ও. সন্দীপ চক্রবর্তী প্রমুখ।